সঞ্চিতা ধর
অবকাশ আর বিশ্রান্তির মাঝে
আষাঢ়ের ঘন মেঘের ভিজে হাওয়া৷
যদিও ঋতুটা বর্ষা নয়-
দেশটাও বাংলা নয় ৷
মনের তারে বাজছে গ্রীষ্মের উদাসী সুর-
কখনো বা রুক্ষতার ক্লান্ত আবেশ৷
এখানে সুনীল আকাশ সেজে উঠেছে
বাদল মেঘের আস্তরণে,
কখনো সূর্যাস্তের দ্যুতিতে
আঁকা হচ্ছে রামধনু,
বিলাসী হাওয়ায় অল্প স্বল্প শীতের পরশ৷
প্রকৃতি ঋতুরাজ বসন্তের অপেক্ষায়
আকুল এখন!
ফুলে ফুলে প্রজাপতি রং-
নিষ্পত্র গাছগুলিতে কচি সবুজের আলোড়ন,
আকাশে বাতাসে ঋতুবদলের ঘণ্টা,
বৈশাখে এমন বসন্ত-
জীবনে এক পরম প্রাপ্তি!!
Comments