Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

পাথরে জলছবি

ডঃ সুবীর চৌধুরী

আজ দেখি চারপাশে পাথরে জলছবি
আর মরীচিকার ঝিকিমিকি
আমি হাঁটি ভুল পথে রঙীন নেশায়
ব্যস্ত দুনিয়ায় সামান্য রঙের আশায়।

জীবনের গোধূলী বেলায় সবাই ব্যস্ত
বোধহয় দলে পড়ে আমিও ক্লান্ত
কোথায় হারিয়ে গেল আমাদের কফি হাউস
এ তো চারিদিকে ছড়িয়ে ম্যাড হাউস।

কেউ বড় হিসাবী অথবা খিলাড়ী
আমি তো ছন্নছাড়া উদ্ভ্রান্ত পাখি
মনে পড়ে আমাদের সেই পুরানো সাথী
আমি চাই পথের ধারে কান্ডারী।

আজ আমরা মার্চ করে এগিয়ে যাওয়ার পক্ষপাতী
সবাইকে বলে রাখি আগামি দিনের হুঁশিয়ারী
বন্ধু ধৈর্য্য ধরো অস্থির দুনিয়ায়
পুরনো রঙীন রিমঝিম ট্রিবল্ বিটের বাজনায়।

Go Back

Comment